মেয়েদের দেবী রূপে পজো করা হয় এই দেশে। আবার এই মেয়েদের নষ্ট করে ফেলা হয় জন্ম নেওয়ার আগেই। ভারতে দেবীকে ঠিক যতটা ভক্তি ভরে পুজো করা হয়, ততটাই জেদ নিয়ে ছিনিয়ে নেওয়া মেয়েদের অধিকার। ডিজিটাল ভারত, নতুন ভারত, মডার্ন ভারত, এ ধরণের যত বিষয়ই উঠুকু না কেন, আজও মহিলাদের জায়গা অনেকটাই পিছিয়ে। চারিদিকে নারীবাদিরা নারী ক্ষমতায়নের জন্য লড়ে চলেছে, সমান অধিকারের জন্য আওয়াজ তুলে চলেছে। মেয়ে জন্ম আজও অনেকে দুর্ভাগ্য হিসেবেই মনে করে। এমনটাই ঘটেছিল মোহন সিস্টার্সদের সঙ্গে। নীতি মোহন, শক্তি মোহন, মুক্তি মোহন এবং কৃতি মোহন। বিনোদনের জগতে বিশেষ করে প্রথম তিনটি নাম অত্যন্ত জনপ্রিয়। স্ক্র্যাচ থেকে শুরু করে আজ এই তিনজন সফলতার আকাশ ছুঁয়েছে। আর এক সময় এই চারটি মেয়ে জন্ম নিয়ে হতাশ হয়েছিলেন বৃজ মোহন অর্থাৎ তাঁদের বাবা।