• All
  • 690 NEWS
  • 839 PHOTOS
  • 8 VIDEOS
1537 Stories by Adrika Das

সানি-শাহরুখের ঠান্ডা যুদ্ধে ইতি টানলেন খোদ বাদশাহ, নেপথ্যে নব্বইের ব্লকবাস্টার 'দামিনী'

May 12 2020, 12:21 PM IST

শাহরুখ খানের সঙ্গে সানি দেওলের ঠান্ডা লড়াই কারও অজানা নয়। ডর ছবির একটি দৃশ্য শ্যুট করার পর থেকেই তাঁদের মধ্যে ঠান্ডা যুদ্ধ শুরু হয়। যদিও শাহরুখের সঙ্গে সরাসরি কোনও সমস্যা বাঁধেনি। কথোপকথনও হয়নি দুই হিরোর মধ্যে। বরং যশ চোপড়ার সঙ্গে দৃশ্যটির বিষয় কথা বলতে গিয়ে সমস্যার সৃষ্টি হয়। ডর ছবিটি শাহরুখ অবসেসিভ প্রেমিক হিসেবে দেখানো হয়েছিল, যে জুহি চাওলা অর্থাৎ ছবির হিরোইনের জন্য মানুষ খুন করতে পিছপা হয় না। যে ব্যক্তি তার এবং নায়িকার মাঝে আসবে তাকে অনায়াসেই নিজের রাস্তা থেকে সরিয়ে ফেলার ক্ষমতা রাখে। সানি দেওলের মতে একজন ভিলেনকে ছবিতে গ্লোরিফাই করা উচিত নয়। সেই সময় থেকেই শুরু এই ঠান্ডা লড়াই। এবার বোধহয় এই যুদ্ধে ইতি টানলেন শাহরুখ খান। বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন খোদ বাদশাহ।

Top Stories