প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারে বারে এসেছেন প্রচারে। পাঁচদফার ভোটগ্রহণের প্রত্যেক দফার আগেই তাঁদের পা পড়েছিল ঝাড়খণ্ডে। এছাড়া হিন্দুত্বের পোস্টারবয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও বহুবার প্রচারে এসেছেন এই রাজ্যে। কিন্তু তারপরেও বুথ ফেরত সমীক্ষা বলছে এই রাজ্যও হাতছাড়া হতে চলেছে বিজেপি-র। গো-বলয়ের এই রাজ্যে ভোটে ঝড় তুলতে চলেছে কংগ্রেস-ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা।