মঙ্গলবার চন্দ্রপৃষ্ঠে চন্দ্রযান ২-এর বিক্রম ল্যান্ডারের ধ্বংসাবশেষের খোঁজ দিয়েছিল নাসা। একদিন পরই ইসরো-র চেয়ারম্যান কে শিবন দাবি করলেন নাসার এলআরও নয়, চন্দ্রযান ২-র নিজস্ব লুনার অরবাইটর আগেই খুঁজে পেয়েছিল বিক্রম ল্যান্ডারকে। শুধু তাই নয়, ইসরোর সরকারি ওয়েবসাইটে তা জানানোও হয়েছিল বলে দাবি করেছেন তিনি।