• All
  • 4508 NEWS
  • 405 PHOTOS
  • 192 VIDEOS
5105 Stories by amartya lahiri
02:21

পাঁচ দশকেও জানা গেল না তিনি ভারতীয় না চিনা, ওয়াং কি-র জীবনটা খুব অদ্ভূত

Aug 30 2019, 09:43 PM IST

১৯৬৩ সালে প্রথমবার ভারতে প্রবেশ করেছিলেন ওয়াং কি। তিনি ছিলেন একজন সেনা সমীক্ষক। সেই সময় ভারত-চিন যুদ্ধ চলছে। কয়েক সপ্তাহের মধ্যেই তিনি ভারতীয় সেনার হাতে ধরা পড়েছিলেন। ১৯৬৯ সালে মুক্তি পেলেও তাঁকে মধ্যপ্রদেশের এক গ্রামে ছেড়ে দেওয়া হয়েছিল। সেই থেকে চিনে ফিরে যাওয়ার অনুমতি পাননি তিনি। আবার ভারতীয় নাগরিকত্বও দেওয়া হয়নি। ওই গ্রামেরই এক মহিলাকে বিয়ে করেছিলেন তিনি। ২০১৭ সালে তাঁকে চিনে ফেরার অনুমতি দেওয়া হয়। তারপর থেকে বারে বারে ভারতীয় ভিসা নিয়ে পরিবারের কাছে ফিরে এসেছেন তিনি। কিন্তু গত মার্চ মাসে ভিসা ফুরিয়ে যাওয়ার পর আর তাঁর ভিসা নবিকরণ করা হচ্ছে না। জেনে নিন এই অদ্ভূত মানুষের জীবন কাহিনী।

 

Top Stories