ভারতের উদ্দেশ্য়ে একের পর এক হুমকি দিচ্ছেন ইমরান খান। তাঁর এইসব মন্তব্যকে 'চরম দায়ীত্বজ্ঞানহীন' বলে সমালোচনা করল ভারত। বিদেশ দফতর এক বিবৃতিতে অভিযোগ করা হয়েছে পাক প্রধানমন্ত্রী ভারতে জেহাদের ডাক দিচ্ছেন। যদিও রাষ্ট্রসংঘে পাকিস্তানের চিঠি দেওয়াকে একেবারেই গুরুত্ব দেওয়া হচ্ছে না।
ওয়ার অ্যান্ড পিস-এর মতো বই কেন বাড়িতে রাখেন। বুধবারই ভীমা কোরেগাঁও বিস্ফোরণ মামলায় এক ব্যক্তিকে এই প্রশ্ন করে বম্বে হাইকোর্ট। আদালতের বক্তব্য, নাম শুনেই মনে হয় রাষ্ট্রদ্রোহিতার উপাদান রয়েছে। বহস্পতিবার এই ঙঘটনাকে উদ্ভট বললেন জয়রাম রমেশ।