• All
  • 4508 NEWS
  • 405 PHOTOS
  • 192 VIDEOS
5105 Stories by amartya lahiri

রয় বনাম বোল্ট - এরকমই পাঁচ রোমাঞ্চকর তারকা সংঘাত, ফাইনাল জমাবেন এঁরাই

Jul 14 2019, 01:27 PM IST

রবিবার গোটা ক্রিকেট-বিশ্বের চোখ থাকবে ক্রিকেটের মক্কা, লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। বিশ্বকাপ দখলের অন্তিম লড়াইয়ে মুখোমুখি ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ভারত না থাকার হাহুতাশ অনেকটাই মিটিয়েছে এক নতুন চ্যাম্পিয় লাভের নিশ্চয়তা। ক্রিকেট বিশ্বের অন্যতম দুই শক্তিপুঞ্জ হয়েও এতদিন দুই দলের কারোরই বিশ্বকাপের স্বাদ পাওয়া হয়নি। আর এই জমজমাট মোকাবিলা আরও জমে যেতে পারে দুই দলের তারকা ক্রিকেটারদের একে অপরকে ছাপিয়ে যাওয়ার লড়াইয়ে। আবার এই ছোট্ট লড়াইগুলোই মূল যুদ্ধটার ফলাফল নির্ধারণ করে দিতে পারে।

 

Top Stories