আজ টি২০ বিশ্বকাপ ২০২১ (T20 World Cup 2021) -এর দ্বিতীয় সেমি ফাইনালে (Semi Final)অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান (Australia vs Pakistan) ম্য়াচ। বাবর আজমের (Babar Azam) দলকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে পৌছল অ্য়ারন ফিঞ্চের (Aaron Finch)। প্রথমে ব্যাট করে ১৭৬ রান করে পাকিস্তান। রান তাড়াকরতে ৬ বল বাকি থাকতেই জয় পেয়ে যায় অজিরা।