• All
  • 19661 NEWS
  • 1674 PHOTOS
  • 303 VIDEOS
21638 Stories by Asianet News Bangla

মলদ্বীপ থেকে অবশেষে ঘরের পথে ভারতীয়রা, দেখুন 'সমুদ্র সেতু' অভিযানের সেই ঝলক

May 09 2020, 09:54 AM IST

বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে বন্দে ভারত অভিযান শুরু করেছে কেন্দ্রীয় সরকার। গত বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে এই অভিযান। লকডাউনের ফলে আটকে পড়া ভারতীয়দের আমেরিকা, ফিলিপিন্স, সিঙ্গাপুর, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরশাহি, ব্রিটেন, সৌদি আরব, কাতার, ওমান, বাহরিন, কুয়েত-সহ মোট ১৩টি দেশ থেকে ৬৪টি বিমানে করে ফেরানো হচ্ছে। পিছিয়ে নেই ভারতীয় নৌবাহিনীও। মলদ্বীপে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করে ইতিমধ্যে সেই  দেশ থেকে এদেশের পথে রওনা দিয়েছে আইএনএস জলাশ্ব। কীভাবে চালান হচ্ছে এই দুর্ধর্ষ অভিযান তা দেখে নিন ছবিতে ছবিতে।

Top Stories