নির্বাচনের আগের দিন সকাল থেকেই সব জায়গায় প্রস্তুতি তুঙ্গে রয়েছে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে জারি ১৪৪ ধারা। কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্র নির্দেশিকা দিয়ে জানিয়েছেন, বুথের ২০০ মিটারের মধ্যে পাঁচজনের বেশি জমায়েত করা যাবে না। সব বুথে ওয়েব কাস্টিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সব বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে।