দূর হিমালয়ের কোল থেকে চলে আসা নদীর স্রোত। মাঝে মাঝে কাশফুলের বন যেন বলে দেয় কেন দ্বিজেন্দ্রলাল রায় থেকে জীবানন্দ, রবীন্দ্রনাথরা বাংলার প্রকৃতির রূপ বর্ণনায় এত এত লেখা লিখেছেন। উজার করে দিয়েছেন নিজেদের। ঘন নীলাকাশ মাথায় রেখে সামনে এগোতেই কালো পিচরাস্তা যেন সাঁপের মতো এঁকে-বেঁকে এগিয়ে চলে।