টনার সূত্রপাত মাস কয়েক আগে। একই গ্রামের বাসিন্দা আশিকুলের ঠিকাদার বন্ধু গণেশ ও তাঁর সহযোগী পরেশ কাজের টোপ দিয়ে আশিকুলকে কেরালায় নিয়ে গিয়েছিলেন। শুরুর দিকে সবকিছু ঠিক ছিল। কিন্তু, সময় যত এগোয় ততই গণেশ ও পরেশের সঙ্গে আশিকুলের সম্পর্ক খারাপ হতে শুরু করেছিল।