কলকাতার ভোট পর্ব মিটতেই যে রাজ্যে বাকি পুরসভাগুলিতে শীঘ্রই ভোটের ঘণ্টা বেজে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না। এদিকে এরই মাঝে রাজনৈতিক সংঘর্ষে প্রায়শই রক্ত ধরছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। কখনও গোষ্ঠী দ্বন্দ্ব তো কখনও আবার বিরোধী শিবিরের সঙ্গে সংঘর্ষ, বারেবারেই খবরের শিরোনামে উঠে এসছে তৃণমূল-কংগ্রেস।