সোনু সুদ, পর্দা সাধারণত তাঁকে ভিলেন বলেই চিনিয়েছে। কিন্তু সোনুর সেই চেহারাই সম্পূর্ণ মিথ্যে করে বাস্তবের হিরো হয়ে ফুঁটে উঠেছে ২০২০ সালে। করোনার সময় সাহায্য চেয়ে সাহায্য পায়নি এমন মানুষ বিরল, যাঁরা পৌঁছে ছিলেন সোনুর দরজায়। সেই যোদ্ধাকেই এবার সন্মান জানাল স্পাইস জেট।