সোমবার ফের রাজ্য সফরে আসছেন জেপি নাড্ডা। এদিন উত্তর দিনাপুরে ১২ টা ৪৫ মিনিট নাগাদ রোড শো দিয়ে প্রচার শুরু করবেন নাড্ডা। এরপর চলে যাবেন বীরভূম সেখানে রোড শো এবং সভা দুইই করবেন। ৩ টা থেকে ৬ অবধি তিনি বীরভূমের কর্মসূচিতেই থাকবেন নাড্ডা।ওদিকে রাজ্যে কোভিডে ভয়াবহ অবস্থা। তাই কোভিড পরিস্থিতিতে কলকাতায় আর বড় কোনও সভা করবেন না মমতা বন্দ্যোপাধ্য়ায়।