Sudip Paul

sudip.paul@asianetnews.in
    সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
      • All
      • 2801 NEWS
      • 1691 PHOTOS
      • 1 VIDEOS
      4493 Stories by Sudip Paul

      বন্ধুর ঘর ভেঙে করেছেন 'বউদিকে' বিয়ে, জানুন এমন ক্রিকেটারদের কাহিনি

      Jun 05 2021, 02:13 PM IST

      হিন্দিতে একটা প্রবাদ রয়েছে 'পেয়ার কিয়া তো ডরনা কেয়া'। বাংলা বলে 'ভালবাসায় অন্ধ'। সত্যিই প্রেমে পড়লে মানুষ কি না করে। এমন কিছু উদাহরণ রয়েছে তারকা ক্রিকেটারদের ব্যক্তিগত জীবনেও। যেখানে বন্ধুর ঘর ভাঙতে দুবার ভাবেননি তার সতীর্থ। বন্ধুর বউয়ের সঙ্গে প্রেম শুধু নয়, বিয়ে পর্যন্ত করেছেন। একই দলে খেলার কারণে একে অপরের ভাল বন্ধু হয়ে ওঠেন ক্রিকেটাররা। যাতায়াত করেন এক অপরেরে বাড়িতেও। আর সেখান থেকেই অনেকে ঘর ভাঙেন বন্ধুর। সম্পর্কে 'ভাবী' বা 'বউদি' হলেও, তাদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। আজ আপনাদের বলব এমন কিছু ক্রিকেটারদের ঘটনা। বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালের আগে জানুন সেই কাহিনি।
       

      Top Stories