Sudip Paul

সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
  • All
  • 2801 NEWS
  • 1691 PHOTOS
  • 1 VIDEOS
4493 Stories by Sudip Paul

না খেলেও পেছনে ফেললেন বিরাট-ধওয়ানদের, অনন্য রেকর্ড রোহিত শর্মার

Dec 02 2020, 06:01 PM IST

কেনও তাকে সীমিত ওভারে ক্রিকেটে অন্যতম সেরা ব্যাটসম্যান বলা হয়, কেনও তার পোষাকি নাম 'হিটম্যান' তা ফের প্রমাণ করলেন রোহিত শর্মা। এবছর করোনা মহামারীর কারণে খুব একটা ক্রিকেট খেলেনি ভারতীয় ক্রিকেট দল। তারউপর চোটের কারণে অস্ট্রেলিয়া সফরে সীমিত ওভারে সিরিজে যাননি রোহিত। কিন্তু  বছর শেষে এতদিনের ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড নিজের দখলেই রাখলেন রোহিত শর্মা। তবে শুধু এবছর নয়, টানা ৮ বছর ধরে এই  রেকর্ড নাম খোদাই করা হয়েছে হিটম্যানের। চলুন দেখা যাক বিগত আট বছরে রোহিত শর্মার সেই রেকর্ডের পরিসংখ্যান। যার মধ্যে রয়েছে তিনটি ডবল সেঞ্চুরি।