সংক্ষিপ্ত

  •  বৃহস্পতিবার  মহালয়ায় গঙ্গার ঘাটগুলিতে ভীড় 
  • তবে করোনা বিধি মেনেই চলছে পূর্বপুরুষের তর্পণ
  • 'কেউ দুর্গাপুজোর উৎসব থেকে বঞ্চিত হবেন না' 
  • আর মহালয়ার ভোরে রাজ্য়বাসীকে  টুইট মমতার 

 বৃহস্পতিবার মহালয়া। হাটু জলে নেমে পূর্বপুরুষের উদ্দেশ্য তর্পণ করতে দেখা গেল গঙ্গার অধিকাংশ ঘাটগুলিতেই। আর ভোরের আলো ফুটতেই রাজ্য়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় করলেন টুইট। 

 

 

আরও পড়ুন, আজ মহালয়া, ভোর হতেই দূরত্ব বিধি মেনে গঙ্গার ঘাটে হাঁটু জলে নেমে তর্পণ, দেখুন ছবি


 বৃহস্পতিবার মহালয়ার সঙ্গেই ভেসে এল  পুজোর ছোঁওয়া।  সারাবছর পর প্রিয়জনের মুখটি আবার দেখতে পাওয়া। তবে করোনা পরিস্থিতি আর্থিক-মানসিক সব থেকেই প্রভাব ফেলেছে সাধারণ মানুষের উপরে। তাই রাজ্য়ের মানুষের মনে আস্থা ফিরিয়ে দিতে টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় জানিয়েছেন, 'করোনার জন্য সতর্কতার সঙ্গে উৎসব পালন করতে হচ্ছে। তবে দেখতে হবে করোনা যেন দুর্গাপুজোর উৎসাহকে দমিয়ে না দিতে পারে। মহালয়ায় প্রতিশ্রুতি কেউ দুর্গাপুজোর উৎসব থেকে বঞ্চিত হবেন না।' 

 

 

আরও পড়ুন, বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ৫ জেলায়, সপ্তাহান্তে নিম্নচাপের জেরে প্রবল বর্ষণের সতর্কতা

করোনা বিধি তথা দূরত্ব বিধির কথা মনে গেঁথে দিতে কলকাতা পুরসভার তরফে গঙ্গা সংলগ্ন সবঘাটেই চলছে লাগাতার মাইকিং। বৃহস্পতিবার ভোরের আলো ফোটার পর থেকেই উপস্থিত অসংখ্য মানুষ। হাটু জলে নেমে পূর্বপুরুষের উদ্দেশ্য তর্পণ করতে দেখা গেল গঙ্গার অধিকাংশ ঘাটগুলিতেই। আগেই বাবুঘাট, নিমতলা ঘাট, জাজেস ঘাট সহ শহরের ৯ টি ঘাট পরিষ্কার করা হয়েছে।সব ঘাটগুলিতেই কলকাতা পুলিশের তরফে বিন্য়ামূল্যে স্য়ানিটাইজেসনের ব্য়বস্থা রয়েছে। নিমতলা ঘাটে বসানো হয়েছে একাধিক গার্ডরেল।

 

 

 

     

 

চিকিৎসা সংক্রান্ত খরচ গোপন, কলকাতার ৬ হাসপাতালের বিরুদ্ধে মামলা স্বাস্থ্য কমিশনের

কোভিড আক্রান্তের ফ্ল্য়াটে ঝুলল তালা, বিপাকে পরিবার, রইল করোনা ক্রাইমের সাতকাহন

কোভিড রোগী ভর্তিতে ৫০ হাজার টাকার বেশি নেওয়া যাবে না, নয়া নির্দেশিকা জারি রাজ্যের

ভয় নেই করোনায়, মেডিক্য়ালের ৪ তলার কার্নিশে পা দোলাচ্ছে রোগী

ভুয়ো টেস্টের ফাঁদে পড়ে করোনায় মৃত্যু এক ব্য়াক্তির, গ্রেফতার প্রতারণা চক্রের ৩ জন

করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা