বামেদের সঙ্গে আসন রফা চূড়ান্ত করতে বাংলায় আসছেন এআইসিসি নেতারা। ১৫ জানুয়ারি কলকাতা আসছেন এআইসিসির তিন নেতা। রাজ্যের ভোটের জন্য কংগ্রেসের শীর্ষ নেতা বিকে হরিপ্রসাদ, আলমগীর এবং বিজয় ইন্দর সিংলাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। সূত্রের খবর, জোট সংক্রান্ত বিষয়ে সমস্যার সমাধান করে দিল্লি নের্তৃত্বকে রিপোর্ট দেবেন।