'কাঁথির পুরসভার প্রশাসক অপসারণ দুর্ভাগ্যজনক', রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ তৃণমূল সাংসদের। যা হচ্ছে, ভাল হচ্ছে বলে মনে হচ্ছে না। সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ তৃমূল সাংসদ দিব্যেন্দুর। ভাই অপসরণ, নিন্দনীয় সিদ্ধান্ত', প্রতিবাদী দিব্যেন্দু।
সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। তবে থেকেই একাধিক তরজা সামনে উঠে আসে। বিরোধ থেকে বাকযুদ্ধ, ভোট ময়দানে কড়া টক্কর দিতে প্রস্তুতি তুঙ্গে। একদিকে যেমন খবর উঠে আসে নন্দীগ্রাম সফর বাতিল করেছেন মমতা, ঠিক তেমনই ৮ জানুয়ারী সভা করার আগে মঙ্গলবার নন্দীগ্রামে হাজির হতে চলেছেন শুভেন্দু। নিলেন নতুন চ্যালেঞ্জ। নন্দীগ্রামে পা রেখে দেখাক- মন্তব্যের উত্তর আজই দেবেন শুভেন্দু।