কলকাতায় পৌঁছেই রামকৃষ্ণ মিশন- স্বামী বিবেকানন্দের বাড়িতে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। এসে ভূয়সী প্রশংসা করলেন তিনি স্বামীজীর। মাথা নত করে সেখানকার সন্যাসদের প্রথম জানালেন। শ্রদ্ধা অর্পণ করে পুজো দিলেন শিব লিঙ্গে। 'রামকৃষ্ণ মিশনে কিছু সময় কাটানো এবং স্বামী বিবেকানন্দজীর উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের সৌভাগ্য হল', বলে টুইট করে জানালেন শাহ।
রাজ্যে এসে গিয়েছেন অমিত শাহ
তিনি যখন রামকৃষ্ণ মিশনে তখনই এল টুইট
টুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
কীভাবে বিজেপি-কে রুখতে চাইলেন তিনি
শনিবার অমিত শাহের বাংলা সফর। তাঁর সভা ঘিরে মেদিনীপুরে সাজো সাজো রব। তবে এই সভার দিকে তাঁকিয়ে সারা বাংলা। এই সভার অন্যতম আকর্ষণ হতে চলেছে শুভেন্দু অধিকারী। অপেক্ষায় সারা বাংলা, শুভেন্দুর সঙ্গে কারা কারা শনিবার বিজেপিতে যোগ দান করছে। তাই ১৯ ডিসেম্বর যে ঐতিহাসিক দিন হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।