বাঙালির প্রাণের খেলা ফুটবল খেলাকে রুপক করে তৃণমূলকে গোল দিলেন মোদী। হলদিয়ায় জনসভায় নরেন্দ্র মোদী বললেন, 'তৃণমূলকে রামকার্ড দেখাতে চলেছে বাংলা।' ভিক্টোরিয়ায় জয় শ্রীরাম স্লোগান কাণ্ডের রেশ যেতে না যেতেই মোদীর রামকার্ড আরও উসকে দিল বিতর্ককে বলে মত রাজনৈতিক মহলের। এদিকে শুধু মুখেই ফাউল নয়, বল যে গোলপোস্টের কাছের ঘোরা ফেরা করছে। কারণ হলদিয়ার রাজনৈতিক সভা মঞ্চের পিছনেই শুভেন্দুর ভাই দিব্য়েন্দু অধিকারীর সঙ্গে একান্তে কথা বললেন মোদী।