বাংলার নির্বাচন ঘিরে এখন সরগরম রাজনৈতিক মহল। বাকযুদ্ধে একে অন্যকে তোপ হেনে মুহূর্তে ভাইরাল হয়ে ওঠা। কখনও উঠে আসছে রঙ, কখনও আবার পুরোনো বিতর্কের রাশ টেনে চলছে তরজা। রবিবার অভিষেকের ডায়মন্ড হারবারের সভা নিয়ে একাধিক তোপ শুভেন্দুর। প্রয়োজনেে যোগ্য জবাব দিতে পৌঁচ্ছে যাবেন তিনি সেখানেই। ভয় শুভেন্দু পান না, সভা শেষে সাফ মন্তব্য শুভেন্দুর।