কেউ লকডাউনে সিদ্ধান্ত নিল, কেউ নিয়েছিল বছরের শুরুতেই। তবে দুই থেকে তিনের পথে একাধিক স্টার। সেলেব মহলে বেবিবাম্প যেন বছর ভর ভাইরাল। বলিউড থেকে টলিউড, একাধিক সুখবরে ভরেছে সোশ্যাল মিডিয়ার পাতা। দেখে নেওয়া যাক তালিকায় কোন কোন সেলেব...
২০২০, এক অদ্ভুত বছর। প্রথম দুটি মাসই যা কুড়িয়ে পাওয়া ষোলো আলা। মার্চ মাস থেকেই নেমে এলো করোনার কালো ছায়া। একে একে বন্ধ হয়ে গেলে গোটা বিশ্বের দরজা। আর সবার আগে কোপ পড়ল বিনোদন জগতে। সিনেমাহল থেকেই শরু হয়েছিল বন্ধ হওয়ার পালা। তারই মাঝে যে ১০ ছবি স্মৃতিতে রয়ে গেল-