ওগো বধূ সুন্দরী থেকে পথ চলা শুরু, এরপর আর ফিরে তাকাতে হয়নি, বলি-টলি ব্যালন্স করেই বিনোদন জগতে ঝড় তুলেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। কখনও শর্ট ফিল্ম কখনও অ্যালবাম, কখনও বাংলার চিত্রনাট্য নির্ভর সপাট গল্প কখনও আবার বাণিজ্যিক ছবিতে স্টানিং উপস্থাপনা। কেরিয়ারের ঠিক এই পিকেই হাজির বিশে বিষ বছর। বিনোদন জগত নিয়ে অকপট বং ডিভা...