মিলছে না পেনশনের টাকা, চেয়ারে ভর দিয়ে কয়েক মাইল হেঁটে ব্যাঙ্কে অসুস্থ বৃদ্ধা, ক্ষুব্ধ খোদ অর্থমন্ত্রী!

কিছুতেই মিলছে না পেনশনের টাকা। ব্যাঙ্কের চক্কর কেটেও মিলছে না পেনশন। রুগ্ন শরীরে মাইলের পর মাইল হেঁটে ব্যাঙ্কে যেতে হচ্ছে। ব্যাঙ্ক থেকে পেনশনের টাকা পেলে তবেই চড়বে হাঁড়ি। কোনওমতে একটি চেয়ারে ভর দিয়ে হাঁটছেন অশীতিপর বৃদ্ধা।

 

/ Updated: Apr 22 2023, 04:08 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কিছুতেই মিলছে না পেনশনের টাকা। ব্যাঙ্কের চক্কর কেটেও মিলছে না পেনশন। রুগ্ন শরীরে মাইলের পর মাইল হেঁটে ব্যাঙ্কে যেতে হচ্ছে। ব্যাঙ্ক থেকে পেনশনের টাকা পেলে তবেই চড়বে হাঁড়ি। কোনওমতে একটি চেয়ারে ভর দিয়ে হাঁটছেন অশীতিপর বৃদ্ধা। উড়িষ্যার এই বৃদ্ধার ভিডিও এখন ভাইরাল। এই দৃশ্য দেখে অনেকের চোখেই জল। ব্যাঙ্ক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন খোদ অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ৭০ বছর বয়সি ওই বৃদ্ধার নাম সূর্য হরিজন। পেশায় পশুপালক ছেলের সাথে থাকেন। পেনশনের টাকার জন্য স্থানীয় স্টেট ব্যাঙ্কে গিয়েছিলেন। কিন্তু তাঁর আঙুলের ছাপ মিলছে না। আপাতত তাঁকে প্রাপ্য ৩ হাজার টাকা দেওয়া যাবে না। এরপরেই বৃদ্ধা একাধিকবার ব্যাঙ্কে আসেন। গত ১৭ এপ্রিল বেরিয়ে পড়েন তিনি। যেহেতু ঠিকমতো হাঁটতে পারেন না, তাই ভাঙা চেয়ারের সাহায্যে হাঁটার চেষ্টা করেন। ভাইরাল হয়ে যায় রোদের মধ্যে বৃদ্ধার হাঁটার ভিডিও। এই ভিডিও শেয়ার করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। স্টেট ব্যাঙ্কের কর্তৃপক্ষকে ট্যাগ করেন। তিনি বলেন, এই বিষয়টি নিয়ে কি স্টেট ব্যাঙ্ক মানবিক হতে পারে না? এরপরেই স্টেট ব্যাঙ্ক নড়ে চড়ে বসে। স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, আগামী মাস থেকে বাড়িতে বসেই পেনশন পাবেন ওই বৃদ্ধা। ইতিমধ্যেই তার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে।