'বাংলায় ২৩ হাজার কোটি টাকারও বেশি দুর্নীতি করেছে তৃণমূল' -প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
মধ্যপ্রদেশের মেরা বুধ সবসে মজবুত অনুষ্ঠান থেকে বিরোধীদের নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি বাংলার দুর্নীতি নিয়েও সরব হন তিনি ।
মধ্যপ্রদেশে মেরা বুধ সবসে মজবুত অনুষ্ঠান থেকে বিরোধীদের নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি আক্রমণ করেন বিরোধীদের। দুর্নীতির ইস্যুতেই তিনি সরব হন। তিনি পাটনায় বিরোধীদের বৈঠককে কটাক্ষ করেন। বলেন, পাটনায় বিরোধীদের বৈঠক ২০ লক্ষ কোটি টাকার দুর্নীতির গ্যারান্টি। কংগ্রেসের বিরুদ্ধে লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। পাশাপাশি মধ্যপ্রদেশের অনুষ্ঠান থেকে তিনি বাংলার দুর্নীতি নিয়েও সরব হন। তিনি বলেন, বাংলায় শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে শুধুমাত্র ২৩ হাজার কোটি টাকারও বেশি দুর্নীতির অভিযোগ রয়েছে। রোজভ্যালি, সারদা দুর্নীতির পাশাপাশি শিক্ষক নিয়োগ দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচারের কথাও উত্থাপন করেন তিনি। বলেন, বাংলার মানুষ কখনও এই দুর্নীতি ভুলতে পারবে না।