বিশ্বের নানা প্রান্তে যেমন নানান রকমের মানুষ রয়েছে তেমনি আয়োজনও হয়ে থাকে নানা উৎসবের। আর এই উৎসব কথাটা শুনলে অজান্তেই আমাদের মনের ভেকতটা আনন্দে ভরে ওঠে। পৃথিবীর নানা প্রান্তে নানা ধরনের জাতি নিজেদের ঐতিহ্য আর ধর্মকে ফুটিয়ে তোলার জন্যই পালন করে থাকে বর্ণিল সব উৎসবের। এগুলো শুধুমাত্র তাদের ঐতিহ্যকেই তুলে ধরে না, তাদের আভিজাত্য, চাকচক্যি আর সামাজিকতার পরিচয়ও তুলে ধরে। একটি জাতিকে জানতে গেলে তাদের উৎসবকে আলাদা করে পর্যবেক্ষণ করতেই হবে। আর বসন্ত কাল হল উৎসবের মরশুম। ভারত যখন এই সময় মেতে থাকে হোলির রঙে তখন উৎসবে ঝলমল করে থাইল্যান্ড, নেদারল্যান্ড, ইতালি , স্পেন, জাপানও। চলুন দেখে নেওয়া যাক হোলির সঙ্গে এই সময়ে বিশ্ববাসী আর কী ধরণের উৎসব পালন করেন।