Balochistan News: বালোচিস্তানের বিদ্রোহীরা স্বাধীনতা ঘোষণা করেছে। পাকিস্তান থেকে আলাদা হয়ে গিয়ে পৃথক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দাবি করছে বালোচিস্তান। এই প্রদেশে পাকিস্তানি (Pakistani) বাহিনী যেমন অত্যাচার চালাচ্ছে তেমনই পাল্টা আঘাত হানছে বিদ্রোহীরা।
KNOW
Quetta Blast: গত কয়েক মাসে পাকিস্তান সরকারের (Pakistan Government) সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হয়ে ওঠা বালোচিস্তান (Balochistan) ফের রক্তাক্ত হয়ে উঠল। মঙ্গলবার কোয়েটায় (Quetta) পাকিস্তানের আধাসেনা ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারির (Frontier Constabulary) সদর দফতরের বাইরে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১০ জনের মৃত্যু হল। অন্তত ১৯ জন জখম হয়েছেন। বালোচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখত মহম্মদ কাকার (Balochistan Health Minister Bakht Muhammad Kakar) জানিয়েছেন, হতাহতের সংখ্যা বাড়তে পারে। আহত ব্যক্তিদের কোয়েটা সিভিল হসপিটালে (Civil Hospital Quetta) নিয়ে যাওয়া হয়েছে। এই হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। উদ্ধারকার্য শেষ হওয়ার পর তদন্ত শুরু হবে বলে জানানো হয়েছে। এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে বালোচিস্তান লিবারেশন আর্মি (Balochistan Liberation Army) এই বিস্ফোরণের সঙ্গে যুক্ত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
পাকিস্তানের হাতছাড়া হয়ে যাচ্ছে বালোচিস্তান?
পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে খুব তাড়াতাড়ি পাকিস্তান থেকে সরকারিভাবে আলাদা হয়ে যেতে পারে বালোচিস্তান। এই প্রদেশে এখন পাক বাহিনীর উপর হামলা-বিস্ফোরণ নিত্য ঘটনা হয়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মঙ্গলবারের বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কয়েক মাইল দূর থেকেও শব্দ পাওয়া গিয়েছে। অনেক বাড়ি, দোকানের দরজা-জানলার কাচ ভেঙে গিয়েছে। শুধু বিস্ফোরণই নয়, গুলিও চলেছে বলে জানা গিয়েছে। সাধারণ মানুষ অবশ্য বিস্ফোরণ ও গুলির লক্ষ্য ছিলেন না। পাক আধাসেনা বাহিনীই হামলার লক্ষ্য ছিল। বারবার এভাবেই পাকিস্তানকে ধাক্কা দিতে চাইছেন বালোচিস্তানের বিদ্রোহীরা। স্বাধীনতা আদায়ই তাঁদের লক্ষ্য।
কোয়েটায় বারবার হামলা
চলতি মাসে দ্বিতীয়বার কোয়েটায় হামলা চালালেন বালোচিস্তানের বিদ্রোহীরা। চলতি মাসের তিন তারিখ কোয়েটায় এক রাজনৈতিক জনসভায় আত্মঘাতী হামলায় অন্তত ১১ জনের মৃত্যু হয়। এই হামলায় অন্তত ৪০ জন জখম হন। স্টেডিয়ামে গাড়ি রাখার জায়গায় বিস্ফোরণ হয়। বালোচিস্তান ন্যাশনাল পার্টির (Balochistan National Party) সমর্থকরা সেখানে জড়ো হয়েছিলেন। আত্মঘাতী বিস্ফোরণে তাঁরা হতাহত হন। মঙ্গলবার ফের রক্তাক্ত হয়ে উঠল কোয়েটা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


