২১ বছর আগে যুক্তরাষ্ট্রের বুকে হত্তয়া চারটি বিমান দ্বারা একের পর এক হানা হয়েছিল আত্মঘাতী জঙ্গি হামলা। আল কায়দার নেতা এর পেছনে থাকলেও মাস্টারমাইন্ড ছিল অন্য কেউ, তিনি হলেন খালিদ শেখ মোহাম্মদ। আল-কায়দার নেতা লাদেন সহ তার উত্তরসূরীকে হত্যা করা হলেও খালিদের শাস্তি নিয়ে জল্পনা রয়েই গেছে।