সংক্ষিপ্ত
- করোনার জেরে রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে বেলুড় মঠ
- সংক্রমণের আশঙ্কা, সুরক্ষার স্বার্থে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে
- সংক্রমণ বেড়ে যাওয়ায় তারকেশ্বর মন্দির বন্ধ করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ
- শনিবার থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হচ্ছে তারাপীঠ মন্দিরও
করোনার জেরে ২ অগাস্ট, রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে বেলুড় মঠ। করোনা সংক্রমণের আশঙ্কা, সুরক্ষার স্বার্থে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ক্রম-বর্ধমান করোনা সংক্রমণে চিন্তা বেড়েছিল রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন, বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ, কলকাতা সহ উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
লকডাউনের জেরে গত ২৫ মার্চ থেকে বন্ধ ছিল এই মঠ। এর ৮২ দিন পর ১৫ জুন থেকে আবার জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল বেলুড় মঠ। দর্শনার্থীদের স্বাস্থ্যের কথা ভেবে নানা ব্যবস্থা করা হয়েছে।সংক্রমণ রুখতে মঠ চত্বরে সোশাল ডিসটেন্সিং চিহ্ন দেওয়া হয়েছে। মঠে ফুল, মিষ্টি নিষিদ্ধ করা হয়েছে। পুজোয় শুধুই ফল দেওয়া যাবে বলে বাধ্যতামূলক করা হয়েছে। সামাজিক দূরত্ব মেনে পূণ্যার্থীদের দাঁড়ানোর জায়গা নির্দিষ্ট করা থাকবে ।পুরোনো মন্দির, স্বামীজির গৃহে প্রবেশ নিষেধ করা হয়েছে। এমনকি মঠের সন্ন্যাসীদের প্রণাম করা যাবে না বলেও জানানো হয়েছে। সন্ধ্যারতি দেখতে পারবেন না পূণ্যার্থীরা। ১০ বছরের নীচে ও ৬৫ বছরের ঊর্ধ্ব ব্যক্তিদেরও মঠে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এই একাধিক নিয়ম মেনে শুধুমাত্র রামকৃষ্ণদেবের মন্দির (মূল মন্দির), ব্রহ্মানন্দ মন্দির, সারদাদেবী ও স্বামী বিবেকানন্দের সমাধি-মন্দির দর্শন করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও ক্রম-বর্ধমান করোনা সংক্রমণে চিন্তা বেড়েছিল রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ।
আরও পড়ুন, 'ইদ মোবারক' জানালেন ফিরহাদ, সংক্রমণ এড়াতে বাড়িতেই পড়লেন নমাজ
অপরদিকে, দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর ভক্তদের জন্য খুলে গিয়েছিল তারকেশ্বর মন্দিরও। তবে আশেপাশের এলাকায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় তারকেশ্বর মন্দির বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় মন্দির কর্তৃপক্ষ। ১ অগস্ট, শনিবার থেকে অনির্দিষ্ট কালের জন্য তারাপীঠ মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মন্দির কমিটি।
করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা
পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে
মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'
অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস
কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের