সংক্ষিপ্ত
- করোনা সংক্রমণ রুখতে ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন
- পড়ুয়াদের কথা ভেবে নয়া সিদ্ধান্ত সিবিএসই বোর্ডের
- বার্ষিক পরীক্ষা ছাড়াই পড়ুয়ারা পরের শ্রেণিতে উঠবে
- বুধবার একটি বিবৃতিতে এই সিদ্ধান্ত জানাল সিবিএসই
করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে ক্রমশ রাজ্য় তথা দেশে ৷ সংক্রমণ রুখতে ১৪ এপ্রিল পর্যন্ত দেশ জুড়ে লকডাউন ৷ যার জেরে বন্ধ সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ও ৷ এই পরিস্থিতিতে স্কুলে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না৷ তাই পড়ুয়াদের কথা ভেবে নতুন সিদ্ধান্ত সিবিএসই বোর্ডের ৷ বার্ষিক পরীক্ষা ছাড়াই সমস্ত পড়ুয়াদের পরের শ্রেণিতে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নিল সিবিএসই।
আরও পড়ুন, সকাল থেকেই চাবুক মারবে পারদ, বিকেলে ঝড়ের মুখে কলকাতা
বুধবার কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী ড: রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ট্যুইট করে জানিয়েছেন, 'কোভিড ১৯ এর কারণে দেশের বর্তমান পরিস্থিতিকে নজরে রেখে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের পরবর্তী ক্লাসে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷' অন্য দিকে, সারা বছরের স্কুল টেস্ট বা প্রজেক্টের মতো অভ্যন্তরীণ মূল্যায়নে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নবম থেকে একাদশ শ্রেণির পড়ুয়াদের পরের শ্রেণিতে উত্তীর্ণ করা হবে।
আরও পড়ুন, লকডাউনে বন্দিদশায় কলকাতা, ভরসা জোগাতে আমরা করব জয় গাইছে পুলিশ
অপরদিকে, ১৮ মার্চ সিবিএসই পরীক্ষা হওয়ার কথা ছিল৷ কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের জেরে তা বাতিল হয় ৷ দেশজুড়ে করোনা আতঙ্কের কারণে ৩১ মার্চ পর্যন্ত দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয় সিবিএসই ৷ বুধবার মানব সম্পদ উন্নয়নমন্ত্রী জানান, তিনি সিবিএসই বোর্ডকে পরামর্শ দিয়েছিলেন ২৯টি বিষয় বেছে, সেগুলির উপরেই পরীক্ষা নিতে৷ পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেবেই বিষয়গুলি ঠিক করে নেওয়া হচ্ছে৷ তিনি আরও বলেন, ' বোর্ড পরীক্ষা নেওয়ার মতো পজিশন এলে ২৯টি বিষয়েই পরীক্ষা হবে৷ তার জন্য় নোটিস দিয়ে জানিয়ে দেওয়া হবে৷'
জ্বর নিয়েই ট্রেন করে একটানা অফিস, ভয়ে কাঁটা রাজ্য়ের করোনা আক্রান্তর সহকর্মীরা
আরও পড়ুন, এবার মৃত্য়ু নয়াবাদের প্রৌঢ়ের, করোনা যুদ্ধে জিতলেন তিন সংক্রমিত
৪জনের বেশি ঢুকতে বাধা শ্মশানে, করোনা রুখতে নয়া বিধি পুরসভার