সংক্ষিপ্ত

 

  • কলকাতায় ভারতীয় জাদুঘরে এবার করোনার থাবা 
  • করোনা আক্রান্ত সিআইএসএফ আধিকারিকের মৃত্যু 
  • কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন  
  • এনিয়ে দেশে করোনা আক্রান্ত দুই সিআইএসএফ জওয়ানের মৃত্যু হয়েছে  
     

করোনার থাবা কলকাতার একাধিক হাসপাতাল, থানার পর এবার ভারতীয় জাদুঘরে। করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন এক সিআইএসএফ আধিকারিক। পূর্ব বর্ধমানের কালনার বাসিন্দা ওই আধিকারিকের মৃত্যু হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

আরও পড়ুন, বেহালা হাসপাতালের প্রসুতির শরীরে মিলল এবার করোনার জীবাণু, কেপিসি-র ৩ রোগীর রিপোর্টও পজিটিভ


জানা গিয়েছে, সম্প্রতি ভারতীয় জাদুঘরে কর্মরত  সিআইএসএফ ওই আধিকারিক করোনা উপসর্গ সহ অসুস্থ হয়ে পড়েন। তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর তিনি কলকাতা মেডিক্য়াল কলেজে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার তাঁর মৃত্য়ু হয়। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদমর্যাদার ছিলেন ওই ব্যক্তি।এর জেরে ব্যারাকে থাকা ৩৩ জন সিআইএসএফ আধিকারিককে পাঠানো হল কোয়ারেন্টিনে।

আরও পড়ুন, 'সন্তানের দুধ কেনার টাকা নেই-খুব কষ্টে আছি আমরা', মাসিক বেতন দেওয়ার অনুরোধ জানাল বিগবাজারের এক স্টাফ

 

অপরদিকে,  ই-মেল করে জাদুঘরে সমস্ত কর্মীকে কাজে আসতে নিষেধ করেছে কর্তৃপক্ষ। শুরু হয়েছে জাদুঘর ও সংলগ্ন ব্যারাক জীবাণুমুক্ত করার কাজ। উল্লেখ্য়, বৃহস্পতিবার মুম্বই বিমানবন্দরে কর্মরত সিআইএসএফের হেড কনস্টেবলের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন দুই সিআইএসএফ জওয়ান।  

আরও পড়ুন, কোটা থেকে ফিরেই করোনা আক্রান্ত রাজ্য়ের ছাত্রী, সংস্পর্শে আসা ব্যক্তিদের পাঠানো হবে কোয়ারেন্টিনে

 

 

রাজ্য়ে করোনা আক্রান্তের অর্ধেকের বেশি কলকাতার,৭০০ থেকে একদিনে ৭৫৪

করোনার থাবায় বন্ধ বাঘাযতীনের এক নার্সিংহোম, স্যানিটাইজেশনে বাঘাযতীন হাসপাতাল

করোনা উপসর্গ সহ মিজোরামের বাসিন্দার মৃত্য়ু হল কলকাতায়, ক্যানসারের জন্য় তিনি ছিলেন চিকিৎসাধীন

রোগী ফেলে পালাতে পারল না অ্যাম্বুল্যান্স, পিপিই পরা স্বাস্থ্য়কর্মীদেরকে তীব্র প্রতিবাদ নাকতলাবাসীর