সংক্ষিপ্ত

  • মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি পাঠিয়েছেন প্রবাসী চিকিৎসকেরা
  • দাবি,পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি 'চূড়ান্ত বিরক্তিকর' 
  • মুখ্যমন্ত্রীকে দুটি পরামর্শ দিয়েছেন এই প্রবাসী চিকিৎসকরা 
  •  নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি ও নিখুঁতভাবে পরীক্ষার ফল নির্ধারণ  

রাজ্য়ের করোনা পরিস্থিতি নিয়ে বিরোধিদের অভিযোগের পর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একই অভিযোগ করলেন প্রবাসী চিকিৎসকরা।পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি 'চূড়ান্ত বিরক্তিকর'দাবি করে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি পাঠিয়েছেন  প্রবাসী চিকিৎসকরা।

 আরও পড়ুন, ফের ভাইরাসের টার্গেটে কলকাতা মেডিক্য়াল, ৪ স্বাস্থ্যকর্মী সহ নতুন করে করোনা আক্রান্ত ৫

 

রাজ্যে করোনা পরীক্ষা ঠিকমতো হচ্ছে না এবং মৃতের সংখ্যা কম দেখানো হচ্ছে-সরকারের বিরুদ্ধে এতদিন এই অভিযোগ করছিল বিরোধীরা। এবার  একই অভিযোগ এনে
খ্যমন্ত্রীকে খোলা চিঠি পাঠিয়েছেন  প্রবাসী চিকিৎসকরা। চিঠিতে ওই চিকিৎসকরা লিখেছেন, 'রয়টার্সের একটি রিপোর্ট অনুযায়ী,পশ্চিমবঙ্গে প্রতি মিলিয়নে এ রাজ্যে পরীক্ষা হচ্ছে ৩৩.৭, যেখানে রাজ্যে এই হার ১৫৬.৯। পশ্চিমবঙ্গে দিনে গড়ে একহাজার জনের পরীক্ষা সম্ভব, কিন্তু তা হচ্ছে না। এছাড়া মৃত্যুর ক্ষেত্রে সঠির পরিসংখ্যান না জানানো হলে তাতে দুটি অসুবিধা হতে পারে। প্রথমত, মানুষ এই মহামারির প্রকৃত ভয়াবহতা বুঝতে পারবেন না। দ্বিতীয়ত, এর মোকাবিলায় সঠিক পথও অজানা থেকে যাবে।'

আরও পড়ুন, রাজ্য়ে রেশন মিলবে এবার দিন ও রাতে, দোকান খোলার সময়সীমা বাড়াল সরকার

 

অপরদিকে, ওই চিঠিতে স্বাস্থ্যক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতা থেকে মুখ্যমন্ত্রীকে দুটি পরামর্শ দিয়েছেন এই প্রবাসী চিকিৎসকরা।এক, নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি আর দুই, নিখুঁতভাবে পরীক্ষার ফলাফল নির্ধারণ করা। এছাড়া রাজ্যে করোনা পরিস্থিতিতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রবাসী চিকিৎসকরাও। 

 

 

 করোনা সচেতনতায় মৌলালি ও বেহালায় মুখ্যমন্ত্রী, লকডাউন সফলে এলাকাবাসীকে ধন্যবাদও জানিয়েছেন তিনি

  মেডিক্যালের ছোঁওয়া মানিকতলায়, করোনা আক্রান্তের সংস্পর্শে আসায় দমকল কেন্দ্রের ৩২ কর্মী কোয়রান্টিনে

বাড়ছে করোনা আক্রান্তের সংখ্য়া, মেডিক্য়ালে চিকিৎসক ও সংক্রামিত রোগী থেকে কোয়ারেন্টিনে অন্তত আরও ৪৫

সঙ্ঘাত শেষেও ঘরবন্দি, করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যসচিবকে চিঠি কেন্দ্রীয় প্রতিনিধি দলের