সংক্ষিপ্ত

  • নভেম্বর মাস অবধি স্বাভাবিক হবে না অন্তর্দেশীয় পরিষেবা 
  • আগামী ২৪ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে আন্তর্জাতিক উড়ান 
  • করোনার জেরে একাধিক শহরে ৩০ শতাংশ উড়ানও চালু হয়নি 
  • বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক  
     

কোভিডের থাবায় জেরবার বিমান পরিষেবা। অন্তত আরও চার মাস স্বাভাবিক হওয়ার  লক্ষণ নেই। তাই করোনা পরিস্থিতি বিচার করে আগামী নভেম্বর মাস অবধি বিমান পরিস্থিতি স্বাভাবিক হবে না, বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ।

আরও পড়ুন, পার্ক সার্কাস থেকে মেডিক্যাল ৯০০০ টাকা, দিতে না পারায় কোভিড শিশুদের নামিয়ে দিল অ্যাম্বুল্যান্স

প্রসঙ্গত, করোনার জেরে গত ২৮ মার্চ থেকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে  দেশীয় এবং আন্তর্জাতিক উড়ান। এরপরে আনলক শুরু হওয়ার পরে ৩০ শতাংশ উড়ান চালু হয়। কিন্তু তারপর থেকে পরিস্থিতির উন্নতি না হওয়ায় এখনও পর্যন্ত উড়ান স্বাভাবিক হয়নি।এখনও পর্যন্ত বেশ কয়েকটি শহরে ৩০ শতাংশ উড়ানও চালু হয়নি। আবার কলকাতার মতো শহরে যে কত দিন লকডাউন থাকছে, সে কতদিন বন্ধ থাকছে বিমান পরিষেবা। এ দিকে আপাতত করোনা পরিস্থিতি উন্নতির যে কোনও সম্ভাবনা নেই। ফলে ২৪ নভেম্বর পর্যন্ত এরকমই পরিস্থিতি যে থাকবে, তা রীতিমতো বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে আন্তর্জাতিক উড়ান।

আরও পড়ুন, তাপমাত্রা-আদ্রতা বেড়ে ফের অস্বস্তি চরমে, ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস

অপরদিকে, জুলাই মাসে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। বিশেষত ঘন জনবসতিপূর্ণ শহরগুলিতে সংক্রমণের মাত্রা বেশি। অনেক জায়গায় পরিস্থিতির চাপে আংশিক লকডাউনও ফের শুরু হয়েছে। আগামী সোমবার থেকে দুইদিন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ঠিক আগে উড়ান নভেম্বর মাস অবধি পুরোদস্তুর চালু না করার সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই অনুমান করা হচ্ছে।
 

 

করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা

   পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে

  মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'

  অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস

কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের