দেশের ৬ টি শহর থেকে কলকাতায় উড়ানে নিষেধাজ্ঞার জারি  ৩১ জুলাই থেকে ১৫ অগস্ট পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা হয়েছে    তালিকায় আছে দিল্লি, মুম্বই, পুনে, নাগপুর, চেন্নাই ও আহমদাবাদ    রাজ্যে পূর্ণমাত্রায় লকডাউনেও  যাত্রীবাহী উড়ান বন্ধ থাকবে 


সংক্রমণ রুখতে সর্বাধিক করোনা প্রভাবিত দেশের ৬ টি শহর থেকে কলকাতায় ঘরোয়া উড়ানে নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করা হল। ৩১ জুলাই থেকে ১৫ অগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই ছয় শহরের তালিকায় আছে দিল্লি, মুম্বই, পুনে, নাগপুর, চেন্নাই ও আহমদাবাদ। এই শহরগুলিতে সর্বাধিক সংক্রমণের ঘটনা ধরা পড়েছে। এমনটা জানিয়েছেন কলকাতা বিমানবন্দরের এক আধিকারিক ।

আরও পড়ুন, একলাফে ফের পারদ চড়ল কলকাতায়, শুক্রবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

করোনা 'হট স্পট' প্রভাবিত এলাকাগুলি থেকে কলকাতায় ঘরোয়া উড়ানে নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধির জন্য নবান্ন থেকে সম্প্রতি কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কাছে আবেদন করা হয়েছিল। যার পরিপ্রেক্ষিতে মন্ত্রক থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়। এ ছাড়া যে সমস্ত দিনে রাজ্যে পূর্ণমাত্রায় লকডাউন ঘোষণা করা হয়েছে সেই সমস্ত দিনেও যাত্রীবাহী উড়ান স্থগিত রাখার আবেদন করা হয়েছিল। সেই আবেদনেও কেন্দ্র সম্মতি দিয়েছে। তাই অগস্ট মাসের যে সাত দিন পুরোপুরি রাজ্যে লকডাউন হবে, ওই দিনগুলিও রাজ্যের আর্জি মেনে বিমানবন্দর বন্ধ রাখা হবে। রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, অগাস্ট মাসের ৫, ৮, ১৬, ১৭, ২৩, ২৪, ৩১ তারিখ লকডাউন হবে রাজ্যে। তার সঙ্গে সামঞ্জস্য রেখে কলকাতা বিমানবন্দরও ওই কদিন বন্ধ রাখা হবে।

Scroll to load tweet…

আরও পড়ুন, 'আমার কাজ আছে, আর কতক্ষণ অপেক্ষা করব', পুষ্পস্তবক রেখে বেরিয়ে গেলেন মমতা


অপরদিকে, আর্জি জানিয়ে জুন মাসে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সচিব পিএস খারোলাকে চিঠি পাঠিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। রাজ্যের আবেদনে সাড়া দিয়ে গত ৬ জুলাই থেকে মোট ৬ টি শহর থেকে কলকাতায় উড়ান আসা বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রথমে স্থির হয়েছিল ১৯ জুলাই পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে। পরে সেটি ৩১ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়। তাই এই ৬ টি শহর থেকে কলকাতামুখী সমস্ত উড়ান বাতিল। এছাড়াও কলকাতা থেকে এই ৬ শহরে উড়ানও বাতিল করেছে বেশিরভাগ সংস্থা।

করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা

 পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে

 মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'

 অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস

কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের