সংক্ষিপ্ত

  • জিপিও-র এক আধিকারিকের করোনা সংক্রমণ ধরা পড়েছে 
  • তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইনে পাঠানো হবে  
  • ১৯ জুন শুক্রবার জিপিও-র যাবতীয় কাজকর্ম বন্ধ রাখা হবে 
  • বন্ধ থাকা অবস্থায় চলবে জীবাণু মুক্তের কাজ 
     


করোনার থাবা এবার কলকাতার জিপিওতে। সূত্রের খবর, করোনা আক্রান্ত সেখানের এক আধিকারিক। এরপরই জীবাণুমুক্ত করতে ২ দিন জিপিও বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। কারা কারা ওই আধিকারিকের  সংস্পর্শে এসেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। চিহ্নিত ব্যক্তিদের কোয়ারেন্টাইনে পাঠানো হবে। 

আরও পড়ুন, পার্বত্য় অঞ্চলে অতি ভারী বৃষ্টি, সঙ্গে ঝড়ের পূর্বাভাস বাংলায়
 

সূত্রের খবর, বুধবার এক আধিকারিকের করোনা সংক্রমণ ধরা পড়ে। গত কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। বুধবার তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ  আসতেই তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপরই বৃহস্পতিবার ও শুক্রবার জিপিও বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় জিপিও কর্তৃপক্ষ। এবং ভবনটি জীবাণুমুক্তকরণ করতেই মূলত এই  সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, আক্রান্ত আধিকারিকের শারীরিক অবস্থা স্থিতিশীল। 

আরও পড়ুন, বাংলায় লোকাল ট্রেন চালুর প্রস্তুতি তুঙ্গে, করোনা রুখতে সর্বোচ্চ যাত্রী সংখ্য়া বাধল রেল

অপরদিকে, করোনা যুদ্ধে যারা একেবারে প্রথমসারিতে আছেন, চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মী, কলকাতায় পুলিশ-দমকল কর্মী এরাই বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। তবে ডাকবিভাগে করোনাভাইরাসের সংক্রমণ এই প্রথম হল। কারা কারা ওই আধিকারিকের  সংস্পর্শে এসেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। চিহ্নিত ব্যক্তিদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে। 

 

 

 করোনা আক্রান্ত বেলুড়ের এক মহারাজ, মঠ খোলার দিন আপাতত অনিশ্চিত

করোনা আক্রান্ত হয়ে ফের মৃত্যু এক কলকাতা পুলিশকর্মীর, উদ্বিগ্ন লালবাজার

করোনায় সুরক্ষাবিধি নিয়ে বিক্ষোভের জের, বদলি ১৩ পুলিশকর্মীর

করোনা আক্রান্ত নিজাম প্যালেসের এক সিবিআই আধিকারিক, স্যানিটাইজ করা হল পুরো অফিস

করোনা আবহে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

 পিটিএসে নতুন করে আক্রান্ত আরও ৮, করোনা মুক্ত হয়ে কাজে ফিরলেন ১০০ পুলিশ কর্মী

দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসি