প্রয়াত হলেন হিন্দু সংহতির প্রতিষ্ঠাতা তপন ঘোষ   এক বেসরকারি হাসপাতালে তাঁর করোনা চিকিৎসা চলছিল  চিকিৎসকরা তাঁকে সুস্থ করার চেষ্টা করলেও শেষ রক্ষা হল না  শোকপ্রকাশ করেছেন বিজেপির রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ


প্রয়াত হলেন হিন্দু সংহতির প্রতিষ্ঠাতা তপন ঘোষ। কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁর করোনা চিকিৎসা চলছিল। করোনায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।প্রাক্তন আরএসএস স্বয়ংসেবক তপন ঘোষের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিজেপির রাজ্য় সভাপতা দিলীপ ঘোষ সহ লকেট চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত প্রমুখ। 

আরও পড়ুন, করোনা সন্দেহে মহিলার মৃত্যু, পরিবারকে পানীয় জলটুকুও নিতে দিল না প্রতিবেশীরা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২৯ জুন মারণ ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন হিন্দু সংহতির প্রতিষ্ঠাতা তপন ঘোষ।তারপর থেকে সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। চিকিৎসকরা তাঁকে সুস্থ করার সবরকম চেষ্টা করলেও শেষ রক্ষা হল না। মৃত্য়ুর সময় তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের করোনায় আক্রান্ত মৃত্যু হওয়ার পর তপনবাবু এ রাজ্যের দ্বিতীয় রাজনীতিক, যাঁকে কেড়ে নিল করোনাভাইরাস।

Scroll to load tweet…

Scroll to load tweet…

আরও পড়ুন, ফের চূড়ান্ত অমানবিকতা দেখল কলকাতা, বেকবাগানের বাড়িতে ১৪ ঘণ্টা পড়ে করোনা আক্রান্তের দেহ


প্রসঙ্গত, ১৯৭৫-এ প্রচারক হিসেবে আরএসএসে যোগ দেন তপনবাবু। নীতিগত মতানৈক্যের জেরে ২০০৭-এ নিজেকে বিচ্ছিন্ন করে নেন সঙ্ঘ থেকে। ২০০৮-এ তিনি তৈরি করেন হিন্দু সংহতি। মাত্র কয়েকশো সদস্য নিয়ে তৈরি এই সংগঠন তাঁর নেতৃত্বে গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছে, শাখা খুলেছে অসম ও ঝাড়খণ্ডে। যদিও মতানৈক্যের ফলে ২০১৮-য় নিজের হাতে গড়া হিন্দু সংহতিও ত্যাগ করেন তিনি।

 পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে

 মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু এক সেনা কর্তার, ফোর্ট উইলিয়ামের শোকের ছায়া

 অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস

কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের