সংক্ষিপ্ত
- কলকাতায় আক্রান্তের সংখ্যা ছাড়াল ২৪ হাজার
- একদিনের মধ্য়ে শহরে আক্রান্ত ৭০০ এর বেশি
- এই পর্যন্ত কলকাতায় মৃতের সংখ্যাটা ৮০০ ছাড়াল
- শহরে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৭৩৬ জন
করোনায় আক্রান্তের সংখ্যা ঝড়ের গতিতে বাড়ছে। ইতিমধ্যেই কলকাতায় আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়ে গেল৷ একদিনে শহরে আক্রান্ত ৭০০ এর বেশি৷ মৃত আরও ১৫ জন৷ রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের তথ্য অনুযায়ী,গত ২৪ ঘন্টায় শুধু কলকাতায় আক্রান্ত হয়েছেন ৭১৯ জন৷ এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৫৩৭ জন৷
আরও পড়ুন, রাজ্যকে সেরা করার লক্ষ্যে বঙ্গেই থাকতে চান ইউপিএসসি-র সফল এই দুই কলকাতাবাসী
মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের তথ্য অনুযায়ী,কলকাতায় মৃতের সংখ্যাটা ৮০০ ছাড়াল৷ শুধু কলকাতায় এই পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৩৫ জনের৷ গত ২৪ ঘন্টায় কলকাতায় মৃত্যু হয়েছে ১৫ জনের৷ তবে কলকাতায় এই পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ৯৬৬ জন৷ গতকাল এই সংখ্যাটা ছিল ১৬ হাজার ১৯৭ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭৬৯ জন৷ শহরে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৭৩৬ জন৷ একদিনে কমেছে ৬৫ জন৷ মঙ্গলবার সংখ্যাটা ছিল ৬ হাজার ৮০১ জন৷
আরও পড়ুন, কলকাতায় করোনায় মৃত্যু তরুণ চিকিৎসকের, 'শহিদ' ঘোষণার দাবিতে মুখ্যসচিবকে চিঠি
অপরদিকে মঙ্গলবারের তথ্য অনুযায়ী, একদিনে বাংলায় মৃত্যু হয়েছে ৫৪ জনের৷ এটাই একদিনের হিসেবে সর্বোচ্চ রেকর্ড৷ মোট মৃতের সংখ্যা বেড়ে হল ১,৭৮৫ জন৷ গতকাল ছিল ১,৭৩১ জন৷ গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৭৫২ জন৷ গতকাল আক্রান্তের সংখ্যাটা ছিল আক্রান্ত ২ হাজার ৭১৬ জন৷ এই পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যাটা বেড়ে হয়েছে ৮০ হাজার ৯৮৪ জন৷ তবে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২২ হাজার ছাড়িয়ে গেল৷ মঙ্গলবারের তথ্য অনুযায়ী, এই পর্যন্ত বাংলায় আক্রান্ত ২২ হাজার ৩১৫ জন৷
ভুয়ো টেস্টের ফাঁদে পড়ে করোনায় মৃত্যু এক ব্য়াক্তির, গ্রেফতার প্রতারণা চক্রের ৩ জন
করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা
পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে
মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'
অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস
কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের