সংক্ষিপ্ত
- বাংলায় প্রতিদিনই লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা
- এই পরিস্থিতিতে ৩০ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা মুখ্যমন্ত্রীর
- আগামী ১০ জুন পর্যন্ত ভিন রাজ্য থেকে অনেক ট্রেন আসবে
- ১১ লক্ষেরও বেশি লোক ঢুকবে,সতর্কতার কথা জানান মুখ্য়মন্ত্রী
বাংলায় ফের লকডাউনের মেয়াদ বাড়ল ৷ ৩০ জুন পর্যন্ত লকডাউন চলবে বলে সোমবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সাম্প্রতিক করোনা পরিস্থিতির কথা বিচার করেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
আরও পড়ুন, বুদ্ধগয়া বিস্ফোরণে অভিযুক্ত জেএমবি-র আরও এক শীর্ষ নেতা গ্রেফতার, ফের বড় সাফল্য এসটিএফের
রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসক, নার্স, অসংখ্য় পুলিশকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। যা নিয়ে রীতিমত চিন্তায় রাজ্য় প্রশাসন। রাজ্যের সাম্প্রতিক করোনা পরিস্থিতির কথা বিচার করেই বাংলায় লকডাউন আরও বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩০ জুন পর্যন্ত বাংলায় লকডাউন চলবে বলে জানালেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন, স্পেশাল ট্রেনে সাধারণ যাত্রী ওঠা নিষেধ, কর্মীদের নিরাপত্তা চেয়ে চিঠি পূর্ব রেলের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জাানিয়েছেন, আগামী ১০ জুন পর্যন্ত ভিন রাজ্য থেকে আরও অনেক ট্রেন আসবে। সব মিলিয়ে ১১ লক্ষেরও বেশি লোক ঢুকে যাবে বাইরে থেকে। ফলে সতর্কতা বজায় রাখতেই হবে।একইসঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলা নিয়েও সতর্ক করেন মুখ্যমন্ত্রী ৷
করোনা আবহে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ
পিটিএসে নতুন করে আক্রান্ত আরও ৮, করোনা মুক্ত হয়ে কাজে ফিরলেন ১০০ পুলিশ কর্মী
বাংলাদেশ ফেরৎ ২ যাত্রী করোনা পজিটিভ, কোয়ারান্টিনের পর আক্রান্ত হওয়ায় চিন্তায় স্বাস্থ্য দফতর
কলকাতা মেডিক্যালের ছাদের কার্নিশে বসে করোনা রোগী, সামলাতে গিয়ে নাজেহাল কর্তৃপক্ষ