সংক্ষিপ্ত
- রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা
- যেকোনও অনুষ্ঠানে সর্বোচ্চ ২৫ জন উপস্থিত থাকতে পারবেন
- কলকাতার সব রাস্তায় সাইকেল চালানোর অনুমতি নেই
- 'কোন রাস্তায় চালানো যাবে, জানাবে পুলিশ', আশ্বাস দেন মুখ্য়মন্ত্রী
রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সংক্রমণ রুখতে ৩০ জুন পর্যন্ত লকডাউন চলবে বলে সোমবার নবান্নে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তারই সঙ্গে স্পষ্ট করে দেন, কোনও উৎসব, ধর্মীয় স্থান, অনুষ্ঠানে কোনও ভাবেই বেশি জমায়েত করা যাবে না।
আরও পড়ুন, বুদ্ধগয়া বিস্ফোরণে অভিযুক্ত জেএমবি-র আরও এক শীর্ষ নেতা গ্রেফতার, ফের বড় সাফল্য এসটিএফের
সোমবার, লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণার সঙ্গে তিনি আরও জানান, এবার থেকে বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বা অন্য সামাজিক অনুষ্ঠানে সর্বোচ্চ ২৫ জন উপস্থিত থাকতে পারবেন। তার উপরে কোনওভাবেই নয়। পাশাপাশি গণপরিবহণ নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকারের তরপে ৫ হাজার বাস নামানো হয়েছে। অনেকেই এই সময় গন্তব্যে পৌঁছাতে সাইকেলে সওয়ার হচ্ছেন। কিন্তু শহরের সব রাস্তায় সাইকেল চালানোর অনুমতি নেই। তিনি আশ্বাস দেন, 'কলকাতার কোন কোন রাস্তায় সাইকেল চালানো যাবে, সে বিষয়ে বিস্তারিত জানাবে পুলিশ।'
আরও পড়ুন, স্পেশাল ট্রেনে সাধারণ যাত্রী ওঠা নিষেধ, কর্মীদের নিরাপত্তা চেয়ে চিঠি পূর্ব রেলের
মুখ্য়মন্ত্রী আরও বলেন, ভিন রাজ্য থেকে মানুষ বাংলায় ফিরলেও, অন্য রাজ্যের শ্রমিকরা বাংলা ছেড়ে যেতে চাইছেন না। এটাই বাংলার সংস্কৃতি, ঐতিহ্য। উল্লেখ্য়, আগামী ১০ জুন পর্যন্ত ভিন রাজ্য থেকে আরও অনেক ট্রেন আসবে। সব মিলিয়ে ১১ লক্ষেরও বেশি লোক ঢুকে যাবে বাইরে থেকে। এই পরিস্থিতিতে রাজ্যে সকলকে আরও সাবধানে থাকার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
করোনা আবহে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ
পিটিএসে নতুন করে আক্রান্ত আরও ৮, করোনা মুক্ত হয়ে কাজে ফিরলেন ১০০ পুলিশ কর্মী
বাংলাদেশ ফেরৎ ২ যাত্রী করোনা পজিটিভ, কোয়ারান্টিনের পর আক্রান্ত হওয়ায় চিন্তায় স্বাস্থ্য দফতর
কলকাতা মেডিক্যালের ছাদের কার্নিশে বসে করোনা রোগী, সামলাতে গিয়ে নাজেহাল কর্তৃপক্ষ