সংক্ষিপ্ত
- ১ জুন থেকে জলপথ পরিবহণেও ছাড়পত্র মিলেছে
- এবার খুলে যাচ্ছে মোটর ভেহিকল অফিসও
- দফতরে সমস্ত পরিষেবা চালু সকাল সাড়ে ১০টা থেকে
- অনলাইন পরিষেবার উপরেও জোর দেওয়া হচ্ছে
১ জুন থেকে জলপথ পরিবহণেও ছাড়পত্র মিলেছে। এবার খুলে যাচ্ছে মোটর ভেহিকল অফিসও। দফতরে সমস্ত পরিষেবা চালু সকাল সাড়ে ১০টা থেকে। তবে এখনই সব কর্মী কাজে যোগ দিচ্ছেন না। পাশাপাশি তাই অনলাইন পরিষেবার উপরেও জোর দেওয়া হচ্ছে।
আরও পড়ুন, 'যত সিট তত যাত্রী'তে রাজি নয় মালিকরা, ভাড়া বৃদ্ধির দাবিতে কলকাতায় নামছে না বেসরকারি বাস
লকডাউন ঘোষণার পর গাড়ির রেজিষ্ট্রেশন থেকে শুরু করে লাইসেন্স নবীকরণ, গাড়ির মালিকানা বদল, ঠিকানা বদল, সিএফ অর্থাৎ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সহ পরিবহণ সংক্রান্ত কোনও কাজই হচ্ছিল না মোটর ভেহিকল দফতরে। আগামী সোমবার থেকে খুলে যাচ্ছে সেই অফিস। পরিবহণ দফতর সূত্রে খবর, দফতরে সমস্ত পরিষেবা পেতে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ৩টে পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে।
আরও পড়ুন, বেলেঘাটা আইডি-র কর্মী আবাসনে নতুন করে আক্রান্ত আরও ৪, উদ্বিগ্ন স্বাস্থ্য় দফতর
পরিবহণ দফতর সূত্রে জানানো হয়েছে, এক দিনে ৫০টির বেশি গাড়ির রেজিষ্ট্রেশনের জন্য স্বাস্থ্য পরীক্ষা হবে না। তবে এখনই সব কর্মী কাজে যোগ দিচ্ছেন না। অনলাইন পরিষেবার উপরেও জোর দেওয়া হচ্ছে। সেই সঙ্গে 'সোশ্যাল ডিস্টেন্সিং' মেনে ধীরে ধীরে কর্মীর সংখ্যা বাড়ানো হবে বলে পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে।
রাজ্য়ে করোনা আক্রান্তের সংখ্য়া ছাড়াল ৫০০০, একদিনে আক্রান্ত ৩১৭
করোনা মোকাবিলায় বড়সড় উদ্য়োগ, পরিষেবা বাড়াতে ৫০০ ডাক্তার-নার্স নিচ্ছে রাজ্য
করোনা আক্রান্ত বেলেঘাটা থানার আধিকারিক সহ পরিবারের ৬ সদস্য, আইডিতে এখন চিকিৎসধীন
কোভিড পজিটিভ হয়ে মৃত্য়ু প্রখ্যাত ইতিহাসবিদ হরিশঙ্কর বাসুদেবনের