সংক্ষিপ্ত

  • ফের উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় জটিলতা 
  • নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট  
  •  নিয়োগ করতে হলে হাইকোর্টের অনুমতি নিতে হবে 
  • অনলাইন আবেদনেও সামনে এসেছে নয়া পদ্ধতি 

 ফের উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় তৈরি হল জটিলতা। নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। নিয়োগ করতে হলে হাইকোর্টের অনুমতি নিতে হবে সার্ভিস কমিশনকে। উল্লেখ্য, অনলাইন আবেদনেও সামনে এসেছে নয়া পদ্ধতি। 

 আরও পড়ুন, লকডাউনে অর্থের ভাঁড়ারে টান, বউবাজারের স্কুল পুরো ফি চাওয়ায় বিক্ষোভে অভিভাবকরা


প্রসঙ্গত, প্রায় ১৪০০০ শিক্ষক নিয়োগ সম্পূর্ণ হওয়ার কথা ২০১৭ সালের মধ্যেই। ২০১৫ সালে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়। এদিকে তারপর ৫ বছর সময় কেটে গিয়েছে । কিন্তু  পাশ করা পরীক্ষার্থীরা এখনও অবধি নিয়োগের সম্মুখীন হল না । নতুন করে নিয়োগের উপর নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট । পরীক্ষার্থী ভানু রায়ের মামলায় বিচারপতি বিবেক চৌধুরী নির্দেশে জানিয়েছেন , মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ করা যাবে না । নিয়োগ করতে হলে স্কুল সার্ভিস কমিশনকেও কলকাতা হাইকোর্টের অনুমতি নিতে হবে।

আরও পড়ুন, রেলের তরফে প্রস্তুতি তুঙ্গে, রাজ্যের সম্মতি পেলেই জুলাই থেকেই শুরু লোকাল ট্রেন


কলকাতা হাইকোর্টে ভানু রায়ের মামলায় অভিযোগ এসেছিল , মেধা তালিকায় স্বজনপোষণের  প্রমাণ রয়েছে। ইন্টারভিউ দেওয়া নম্বর নিয়েও অস্বচ্ছতা রয়েছে বিস্তর। এমনকি অনলাইন আবেদন পূরণের ক্ষেত্রেও দুই রকম পদ্ধতি সামনে এসেছে । এর মধ্যে একটি ক্ষেত্রে পরীক্ষার্থীর ছবি সহ আবেদনপত্র এবং অন্যটির ক্ষেত্রে ছবি ছাড়া ।  এখানেই ভানু রায়ের আইনজীবী ফিরদৌস শামীম জানিয়েছেন,  উচ্চ প্রাথমিক মেধাতালিকায় প্রচুর অস্বচ্ছতা রয়েছে । সেই অস্বচ্ছতার একাধিক প্রমাণ  আদালতের সামনে পেশ করা হয়েছে। এবং হাইকোর্ট সেটা বিবেচনা করে শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ দিয়েছে। 


 

 

 কলকাতায় একদিনে চিহ্নিত প্রায় ২০০ বাড়ি, কনটেইনমেন্ট জোন বৃদ্ধির কারণ বললেন মুখ্যসচিব

 করোনা আক্রান্ত বেলুড়ের এক মহারাজ, মঠ খোলার দিন আপাতত অনিশ্চিত

করোনায় সুরক্ষাবিধি নিয়ে বিক্ষোভের জের, বদলি ১৩ পুলিশকর্মীর

করোনা আক্রান্ত নিজাম প্যালেসের এক সিবিআই আধিকারিক, স্যানিটাইজ করা হল পুরো অফিস

করোনা আবহে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসি