সংক্ষিপ্ত

  • কলকাতায় বিএসএফের এক কনস্টেবল করোনায় আক্রান্ত  
  • এই মুহূর্তে তাঁর একটি সরকারি হাসপাতালে চিকিৎসা চলছে  
  • কলকাতায় বিএসএফের ক্যান্টিনে কর্মরত ছিলেন ওই কনস্টেবল  
  • তার সংস্পর্শে আর কারা এসেছেন তা খতিয়ে দেখা হচ্ছে  
     

কোভিড আক্রান্ত হলেন এবার কলকাতায় কর্মরত বিএসএফের এক কনস্টেবল৷  সূত্রের খবর, এই মুহূর্তে তাঁর একটি সরকারি হাসপাতালে চিকিৎসা চলছে । আক্রান্ত ওই বিএসএফ কনস্টেবলের নমুনা সংগ্রহ করা হয়। সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসতেই, সংস্পর্শে কারা কারা এসেছেন তার তালিকা তৈরি করা হচ্ছে। চিহ্নিত করা হলেই তাদের পাঠানো হবে কোয়ারেন্টিনে। 

আরও পড়ুন, বাংলাদেশে আটকে পড়া ১৬০ জন কলকাতায় ফিরছে সোমবার, বিমানবন্দর থেকেই পাঠানো হবে কোয়ারেন্টাইনে

কলকাতায় বিএসএফের ক্যান্টিনে কর্মরত ছিলেন ওই কনস্টেবল। সূত্রের খবর, গত ১২ মে আক্রান্ত বিএসএফ কনস্টেবলের নমুনা সংগ্রহ করা হয়৷ ১৬ মে সেই পরীক্ষার রিপোর্ট আসে৷ তাতে দেখা যায় তিনি করোনা আক্রান্ত৷ তার সংস্পর্শে আর কারা এসেছেন তা খতিয়ে দেখা হচ্ছে৷ এমনটাই বিএসএফ সূত্রে খবর৷ এরআগে কলকাতায় কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে থাকা কয়েকজন বিএসএফ জওয়ান করোনা আক্রান্ত হয়৷ করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছিল কেন্দ্রীয় প্রতিনিধি দল৷

আরও পড়ুন, ভাড়া বাড়ানোর দাবি মানল না রাজ্য, বেসরকারি বাস-মিনিবাসের চালু হওয়ার আপাতত কোনও সম্ভাবনা নেই

প্রসঙ্গত, প্রথমে সেই দলের পাইলট কারের চালক করোনা আক্রান্ত হন৷ তারপর আরও ৫ বিএসএফ জওয়ানের করোনা রিপোর্ট পজিটিভ আসে৷ পাইলট কারের চালকের সংস্পর্শে আসা ১৮ জন বিএসএফ জওয়ানের নমুনা পরীক্ষা করা হয়৷ সেই রিপোর্ট আসতেই জানা যায়, আরও ৫ জন বিএসএফ জওয়ানের শরীরে মিলেছে করোনা জীবাণু৷ অর্থাৎ তাদের রিপোর্ট পজিটিভ৷ শুধু বিএসএফ জওয়ান নয় একের পর এক আক্রান্ত সিআইএসএফ জওয়ানও৷
 

 

কোভিড হাসপাতালে স্বাভাবিক মৃত্য়ুতেও পরিবার চাইলে সৎকার করবে কলকাতা পৌরসভা, জানালেন ফিরহাদ

করোনা আক্রান্ত প্রাণ হারালেন এবার রাজ্যের এক আইনজীবী, এদিকে আইসোলেশনে তাঁর স্ত্রী

বেহালা হাসপাতালের প্রসুতির শরীরে মিলল এবার করোনার জীবাণু, কেপিসি-র ৩ রোগীর রিপোর্টও পজিটিভ

রোগী ফেলে পালাতে পারল না অ্যাম্বুল্যান্স, পিপিই পরা স্বাস্থ্য়কর্মীদেরকে তীব্র প্রতিবাদ নাকতলাবাসীর