সংক্ষিপ্ত

  • শুক্রবার রাজ্য জুড়ে সম্পূর্ণ লকডাউন 
  • বাতিল ট্রেনের এসএমএস পাননি, অভিযোগ যাত্রীদের
  •  আগাম এসে চরম দুর্ভোগের মধ্যে কিছু যাত্রী 
  • আইআরসিটিসি'র তরফে দুঃখ্যপ্রকাশ করা হয়েছে 
     

শুক্রবার রাজ্য জুড়ে সম্পূর্ণ লকডাউন। বৃহস্পতিবার থেকে টানা ৪৮ ঘন্টা লকডাউন চলছে।  এদিকে লকডাউনে যে দূরপাল্লার ট্রেন বাতিল হয়েছে জানেন না অনেকেই। কোনও এসএমএস না পাওয়ার অভিযোগ তুলেছেন যাত্রীরা। না জেনেই ভরা বৃষ্টির মাঝে স্টেশনে আগাম এসে চরম দুর্ভোগের মধ্যে কিছু যাত্রী।

আরও পড়ুন, কঠিন সময়ে সুবর্ণ সুযোগ, ডেটা এন্ট্রি অপারেটরের শূন্যপদে নিয়োগ শুরু রাজ্যে

 
 অনেকে আবার কনফার্ম টিকিট হাতে পেয়ে স্টেশনে এসে জানতে পেরেছেন ট্রেন বাতিল। বেশিরভাগ যাত্রীই বহু দূর থেকে এসেছেন। ট্রেন বাতিল হওয়ার এসএমএস পর্যন্ত পাননি। ফলে তারাও ভীষণ বিপাকে পড়েছেন। এদিকে যারা আসলে পরিযায়ী শ্রমিক, ভরা বৃষ্টিতে তারা অপেক্ষা করছেন স্টেশনের বাইরে।আইআরসিটিসি'র গ্রুপ জেনারেল ম্যানেজার দেবাশীষ চন্দ্র জানিয়েছেন, 'সকল যাত্রীর কাছেই এসএমএস যাওয়ার কথা। সিআরআইএস মারফত সফটওয়্যার নিয়ন্ত্রণ হয়। ট্রেন বাতিল হলে অটোমেটিক এসএমএস পাঠিয়ে দেওয়া হয়। কী কারণে সেটা হয়নি সেটা দেখতে হবে। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখিত।'

আরও দেখুন, শুক্রবার দিনভর বৃষ্টি শহরে, নিম্নচাপের জেরে প্রবল দুর্যোগের আশঙ্কা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে


প্রসঙ্গত বৃহস্পতিবার থেকে শুক্রবার যে ট্রেনগুলি বাতিল রয়েছে, সেগুলি এবার জেনে নেওয়া যাক। আপ ও ডাউন হাওড়া-পাটনা এক্সপ্রেস, হাওড়া-নিউ দিল্লি এসি এক্সপ্রেস, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার স্পেশাল ট্রেন, হাওড়া-ভুবনেশ্বর স্পেশাল ট্রেন, শালিমার-পাটনা দুরন্ত স্পেশাল এক্সপ্রেস, যশোবন্তপুর-হাওড়া দুরন্ত এক্সপ্রেস, শিয়ালদহ -ভুবনেশ্বর দুরত্ব এক্সপ্রেস৷ এছাড়া আরও  কিছু ট্রেনের যাত্রাপথ কমিয়ে আনা হয়েছে ৷ এর মধ্যে সেকেন্দ্রাবাদ-হাওড়া স্পেশাল, এই ট্রেন হাওড়ার বদলে ভুবনেশ্বর আসবে৷ ভুবনেশ্বর থেকে নয়াদিল্লি স্পেশাল এবং এসি এক্সপ্রেসের এই রাজ্যে কোনও স্টপেজ থাকছে না । লকডাউন মিটে যাওয়ার পরে হাওড়া-মুম্বাই সি এস এম টি স্পেশাল ট্রেন ছাড়বে।

 

      

 

কোভিড রোগী ভর্তিতে ৫০ হাজার টাকার বেশি নেওয়া যাবে না, নয়া নির্দেশিকা জারি রাজ্যের

ভয় নেই করোনায়, মেডিক্য়ালের ৪ তলার কার্নিশে পা দোলাচ্ছে রোগী

ভুয়ো টেস্টের ফাঁদে পড়ে করোনায় মৃত্যু এক ব্য়াক্তির, গ্রেফতার প্রতারণা চক্রের ৩ জন

করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা

   পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে