সংক্ষিপ্ত

  • করোনা আক্রান্ত নিউমার্কেটের এক দোকানদার 
  • এরপর বন্ধ করে দেওয়া হয় নিউমার্কেটের একাংশ 
  •  কসমেটিকস ও কেক পেস্ট্রি-পনিরের দোকান এই ব্লকে 
  • বৃহস্পতিবার স্যানিটাইজেশনের পর খুলে দেওয়া হবে 
     

দীর্ঘ লকডাউনে বাংলার মানুষ রোজগার হারিয়েছে। আমফান এসে শহর তছনচ করে দিয়ে গেছে। সংক্রমণের মাঝেই সতর্কতা মেনেই মানুষের আর্থিক অবস্থা ফেরাতে আনলক ওয়ানে খুলেছে বাংলার সব দোকান। আর তারই মধ্য়ে ঘটে গেল অঘটন। নিউমার্কেট খুলতে না খুলতেই দোকানদারের করোনা পরীক্ষায় রিপোর্ট এল পজিটিভ।

আরও পড়ুন, ৯ দিনের মাথায় বন্ধ বিমানবন্দরের কোয়রান্টিন কেন্দ্র, এদিকে খরচ কয়েক লক্ষ টাকা

সূত্রের খবর, দোকানদারের করোনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসেতেই বুধবার বিকেল থেকে বন্ধ করে দেওয়া হয় নিউমার্কেটের একাংশ। হক মার্কেটে ব্যারিকেড করে দেওয়া হয়। মূলত কসমেটিকস ও কেক পেস্ট্রি পনির এর দোকান এই ব্লকে। বৃহস্পতিবার কিছুটা অংশ স্যানিটাইজেশনের পর খুলে দেওয়া হয়েছে। ওই দোকান ও সংলগ্ন দোকান বন্ধ রাখা হবে। 

আরও পড়ুন, জুলাইয়ে স্কুল না খুললেও পরীক্ষা হবে, জানালেন মুখ্যমন্ত্রী

অপরদিকে, রাজ্য়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্য়া। সঙ্গে বাড়ছে করোনায় আক্রান্ত হয়ে মৃত্য়ুর সংখ্য়াও। এমন পরিস্থিতিতে ঝুঁকি নিতে চায়না রাজ্য় প্রশাসন। তাই  সতর্কতার সঙ্গেই পুরসভার তরফে সানিটাইজেশন করা হবে নিউমার্কেটের ওই এলাকা। পুরসভা সূত্রে খবর, এরপর বৃহস্পতিবার ওই দোকান ছাড়া বাকি অংশ খুলে দেওয়া হবে।

 

 

করোনায় সুরক্ষাবিধি নিয়ে বিক্ষোভের জের, বদলি ১৩ পুলিশকর্মীর

করোনা আক্রান্ত নিজাম প্যালেসের এক সিবিআই আধিকারিক, স্যানিটাইজ করা হল পুরো অফিস

করোনা আবহে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

 পিটিএসে নতুন করে আক্রান্ত আরও ৮, করোনা মুক্ত হয়ে কাজে ফিরলেন ১০০ পুলিশ কর্মী

দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসিস্ট্যান্ট