সংক্ষিপ্ত
- আউটডোরে করোনা সুরক্ষায় নেওয়া যাবে সর্বাধিক ৫০ টাকা
- নমুনা বাড়িতে গিয়ে নেওয়ার ক্ষেত্রেও খরচ বাঁধল কমিশন
- পিপিই-গ্লাভস-স্যানিটাইজারের নামে বাড়তি বিল নয়
- এই জাতীয় খরচের সর্বাধিক বিল করা যাবে ১ হাজার টাকা
কোভিড-১৯ চিকিৎসা নিয়ে বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে। কখনও করোনা আক্রান্ত রোগীকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ, আবার ভর্তি নিলে মোটা বিল বানানোর অভিযোগ এসেছে। তাই এবার করোনা চিকিৎসা নিয়ে বেসরকারি হাসপাতালগুলির উদ্দেশে ফের একগুচ্ছ অ্যাডভাইসরি জারি করল রাজ্য স্বাস্থ্য কমিশন।
আরও পড়ুন, বঙ্গোপসাগরে নিম্নচাপের পূর্বাভাস, প্রবল বর্ষণে ভাসতে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ
রাজ্য স্বাস্থ্য কমিশনের ওই অ্যাডভাইসরিতে বলা হয়েছে , করোনা সুরক্ষার নামে বাড়তি বিল নয়। পিপিই-গ্লাভস-স্যানিটাইজারের নামে বাড়তি বিল নয়। এই জাতীয় খরচের সর্বাধিক বিল করা যাবে ১ হাজার টাকা। অ্যাডভাইসরিতে বলা হয়েছে, আউটডোরে করোনা সুরক্ষায় নেওয়া যাবে সর্বাধিক ৫০ টাকা। করোনা পরীক্ষার জন্য ২২৫০ টাকার বেশি নেওয়া যাবে না।পাশাপাশি, নমুনা বাড়িতে গিয়ে নেওয়ার ক্ষেত্রেও খরচ বাঁধল কমিশন। বলা হয়েছে, ‘কিলোমিটার প্রতি ১৫ টাকার বেশি যাতায়াত খরচ নয়। জোর করে হাসপাতালের বেড আটকাতে পারবেন না রোগীরা।
আরও পড়ুন, ইদুজ্জোহার রাতেই নৃশংস খুন, মাথা থেঁতলে সিভিক ভলান্টিয়ারকে হত্যা মদ্যপদের
অপরদিকে, অ্যাডভাইসরিতে আরও বলা হয়েছে, চিকিৎসক ছুটি লেখার পরেও থাকলে পাঠানো হবে সেফ হোমে। হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত শুধুমাত্র অন ডিউটি চিকিৎসকের। আইসিইউ-আইটিইউ-তে পাঠানোর সিদ্ধান্তও তাঁর। চিকিৎসকের পরামর্শ ছাড়া রোগীদের দামি অ্যান্টোবায়োটিক নয়। দিতে হবে সস্তার ওষুধ, উল্লেখ অ্যাডভাইসরিতে।
ভুয়ো টেস্টের ফাঁদে পড়ে করোনায় মৃত্যু এক ব্য়াক্তির, গ্রেফতার প্রতারণা চক্রের ৩ জন
করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা
পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে
মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'
অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস
কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের