সংক্ষিপ্ত

  • ইদুজ্জোহার রাতেই নৃশংস হত্যাকাণ্ড হেস্টিংস থানা এলাকায়
  • মদের আসরের ঝামেলা মেটাতে গিয়ে খুন সিভিক ভলেনটিয়ার 
  •  ইটের আঘাতে ওই সিভিক ভলেনটিয়ারের মাথা থেঁতলে দেওয়া হয়
  •  খুনের অভিযোগে ইতিমধ্যেই ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ 

মদের আসরের ঝামেলা মেটাতে গিয়ে একদল যুবকের হাতে নৃশংসভাবে খুন হলেন সিভিক ভলেনটিয়ার। ইটের আঘাতে ওই সিভিক ভলেনটিয়ারের মাথা থেঁতলে দেওয়া হয়েছে। হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করে। ঘটনাটি ঘটেছে হেস্টিংস থানার অন্তর্গত হেস্টিংস মসজিদের কাছে। খুনের অভিযোগে ৪ জনকে আটক করেছে  হেস্টিংস থানার পুলিশ।

আরও পড়ুন, বিধাননগরে এক মাসে রেকর্ড সংক্রমণ, উদ্বেগ বাড়ছে স্বাস্থ্যকর্তাদের


পুলিশি সূত্রে খবর, মৃত ওই সিভিক ভলেনটিয়ারের নাম এরশাদ আনার।  শনিবার  ইদুজ্জোহার রাতে হেস্টিং থানার অন্তর্গত হেস্টিং মসজিদের পিছনে  মদের আসর বসায় অভিযুক্তরা। এরপর দু'টি গ্রুপের মধ্যে কারা মদ খেতে বসবে সেই নিয়ে তুমুল গণ্ডগোল বাঁধে। এমন সময় এরশাদ নামের ওই  সিভিক ভলেনটিয়ার তাঁদের ঝামেলা থামাতে যায়। আর আচমকায়  একটা ইট নিয়ে এক যুবক এরশাদের মাথায় সজোরে আঘাত করে। মাথাটা পুরো থেথলে দেয়। এরপর ওই এলাকা থেকে অভিযুক্তরা  দ্রুত পালিয়ে যায়। এরপর রক্তাক্ত এরশাদকে এসে স্থানীয়রাই উদ্ধার করে। তাঁরাই হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে সব শেষ।  চিকিৎসকেরা এরশাদকে মৃত বলে ঘোষণা করে।

আরও পড়ুন, করোনা চিকিৎসায় বাদ পড়ল হাইড্রক্সিক্লোরোকুইন, নয়া নির্দেশিকা জারি রাজ্যে


এমনিতেই করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষ আতঙ্কিত। তবে শনিবার ইদুজ্জোহার জন্য শহরে ছিল খুশির আমেজ।  মুসলিম ধর্মাবলম্বীরা শুভকামনার সঙ্গে সকলেই ইদ মোবারক জানিয়েছেন। আর সেই শুভ দিনেই এমন একটা নৃশংস খুনের ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।  এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে হেস্টিংস থানার পুলিশ।

ভুয়ো টেস্টের ফাঁদে পড়ে করোনায় মৃত্যু এক ব্য়াক্তির, গ্রেফতার প্রতারণা চক্রের ৩ জন

করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা

   পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে

  মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'

  অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস

কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের