সংক্ষিপ্ত
- দক্ষিণবঙ্গে বৃষ্টি ও ঝড়ের পরিমাণ বেশি হবে
- দক্ষিণবঙ্গে ১১ জুন বর্ষা ঢোকার সম্ভাবনা
- উত্তরবঙ্গে সপ্তাহান্তে ভারী বৃষ্টির পূর্বাভাস
- সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস
বুধবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টি ও ঝড়ের পরিমাণ বেশি হবে। তারই সঙ্গে চলবে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব চলবে উত্তরবঙ্গে সপ্তাহান্তে ভারী বৃষ্টির পূর্বাভাস।স্ট্রং সাউদার্লির প্রভাবে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। জলীয় বাষ্প তৈরি করছে বজ্রগর্ভ মেঘ। বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা। রাজ্যে প্রাক বর্ষার পরিস্থিতি।কলকাতাতে আংশিক মেঘলা আকাশ। বিকেলের পর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন, 'শীঘ্রই শহরে নামছে বেসরকারি বাস', কী বললেন সিন্ডিকেটের সাধারন সম্পাদক
কলকাতায় আংশিক মেঘলা আকাশ বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ঝড় হওয়ার সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প থাকায় আদ্রতাজনিত অস্বস্তি ও থাকছে। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৫৭ শতাংশ। কলকাতায় বৃষ্টি হয়েছে ৪.২মিলিমিটার। রাজ্যে প্রাক বর্ষার বৃষ্টি ইতিমধ্য়েই শুরু হয়েছে। স্ট্রং সাউদার্লিতে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। জলীয় বাষ্প বজ্রগর্ভ মেঘ তৈরি করছে। তার প্রভাবেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা।
দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস।বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদীয়া জেলায়। উত্তরবঙ্গের সব জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা। রাজ্যে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। স্ট্রং সাউদার্লিতে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। জলীয় বাষ্প বজ্রগর্ভ মেঘ তৈরি করছে। তার প্রভাবেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা। কেরলে বর্ষা ঢুকেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। কেরল ছাড়াও তামিলনাড়ু, পন্ডিচেরি বেশকিছু অংশে ঢুকেছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর এই গতি আগামী দিনেও থাকলে নির্ধারিত সময়ে বর্ষা আসবে রাজ্যে এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দপ্তরের সূচি অনুযায়ী উত্তরবঙ্গে ৭ ই জুন এবং দক্ষিণবঙ্গে ১১ ই জুন বর্ষা প্রবেশ করতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
কলকাতা মেডিক্যালের ছাদের কার্নিশে বসে করোনা রোগী, সামলাতে গিয়ে নাজেহাল কর্তৃপক্ষ
করোনা মোকাবিলায় বড়সড় উদ্য়োগ, পরিষেবা বাড়াতে ৫০০ ডাক্তার-নার্স নিচ্ছে রাজ্য
কোভিড পজিটিভ হয়ে মৃত্য়ু প্রখ্যাত ইতিহাসবিদ হরিশঙ্কর বাসুদেবনের