ত্বকের নানান সমস্যা দূর হবে রুটির ফেসমাস্কের গুণে, জেনে নিন কীভাবে বানাবেনরান্নাঘরের রুটি দিয়ে তৈরি ফেস মাস্ক ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, রিঙ্কেল দূর করে এবং রক্ত সঞ্চালন উন্নত করে। অ্যালোভেরা, দুধ, দই, টমেটো, বেসন, গোলাপজল ইত্যাদি উপাদান মিশিয়ে তৈরি করুন বিভিন্ন ধরণের রুটি ফেস প্যাক।